অরণ্য সপ্তাহ’২০২৫


Posted on July 30, 2025 by Syamal Das

নীলাদ্রি মজুমদার, ১৯শে জুলাই’২০২৫, শনিবারঃ- আজ মুর্শিদাবাদ জিলা বিজ্ঞান পরিষদের উদ্যোগে এবং বিজ্ঞান পরিষদের সদস্য পরিবেশকর্মী দিবাকর কর্মকারের ব্যবস্থাপনায় দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয় ও সুন্দলপুর গ্রামে “অরণ্য সপ্তাহ” উদযাপন উপলক্ষে “বনমহোৎসব’২০২৫” পালন করা হয়। বনবিভাগের ক্ষেত্র-আধিকারিক, বহরমপুর দক্ষিণ ক্ষেত্র, সত্তরটি বিভিন্ন ধরনের গাছের চারা অনুমোদন করেছেন এবং বিজ্ঞান পরিষদের সৌমেন বিশ্বাস বাঞ্জেটিয়া নার্শারী থেকে সংগ্রহ করে দৌলতাবাদ পাঠিয়ে দেন।   

সুন্দলপুরের সমাজসেবী দীনবন্ধু মন্ডল, নিখিল মন্ডল, জটিল কৃষ্ণ প্রামাণিকদের সাথে সমবেত গ্রামবাসীরা প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে সুন্দলপুর গ্রামের রাস্তার দুই পাশে গাছ লাগান। গাছের সংখ্যা সীমিত হওয়ার জন্য, এখানে কুড়িটা গাছ দেওয়া হয়। দীনবন্ধু মন্ডলের মধ্যস্থতায় পাঁচটি গাছ গ্রামের গাছপ্রেমী মানুষের হাতে তুলে দেন দিবাকর কর্মকার, সৌমেন বিশ্বাস প্রমূখ। বাকী চারা গ্রামের বিভিন্ন জায়গায় রাস্তার ধারে, মোড়ে লাগানো হয়। কয়েকটি গাছ সঙ্গে সঙ্গে বাঁশের তৈরি জাফরি দিয়ে ঘিরে দেওয়া হয়। গ্রামবাসীরা দায়িত্ব নিলেন অন্য গাছগুলোও সেদিনেই ঘিরে দিবেন। মুর্শিদাবাদ জিলা বিজ্ঞান পরিষদের মানস মজুমদার বিজ্ঞান পরিষদ থেকে প্রকাশিত বিজ্ঞান পত্রিকা “এবং কি কে ও কেন”-এর বিভিন্ন সংখ্যার কয়েকটি পত্রিকা মাননীয় নিখিল মন্ডলের হাতে তুলে দেন।  

একই দিনে ১৯শে জুলাই, দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় দেবাশীষ দাস প্রার্থনা সভায় ছাত্রছাত্রীদেরকে বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তার কথা বলেন। নশিপুর হাই মাদ্রাসার প্রাক্তন সহকারী শিক্ষক, শিক্ষাব্রতী ও বিজ্ঞান পরিষদের বরিষ্ঠ সদস্য মাননীয় বিশ্বনাথ মন্ডল অরণ্য সপ্তাহ এবং বনমহোৎসবের উদ্দেশ্য ও উপযোগিতার কথা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন। প্রধান শিক্ষক দেবাশীষ দাস একজন ছাত্র ও অভিভাবকের হাতে চারা গাছ তুলে দিয়ে গাছ বিতরণ শুরু করেন। সকলের উদ্দেশে বলেন – প্রকৃতি পরিচয় ভিন্ন প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয় না। প্রকৃতির সাথে পরিচয় আবশ্যিক। দিবাকর কর্মকারের তদারকীতে অল্প সংখ্যক গাছের চারা সুষ্ঠভাবে বিতরণ করা হয়। বিজ্ঞান পরিষদের মানস মজুমদার ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণের জন্য মুর্শিদাবাদ জিলা বিজ্ঞান পরিষদ থেকে প্রকাশিত “এবং কি কে ও কেন”এর পঞ্চাশটি পত্রিকা প্রধান শিক্ষকে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণের জন্য প্রদান করেন।

বিজ্ঞান পরিষদের প্রতিনিধি সৌমেন বিশ্বাস অরণ্য সপ্তাহের উদ্দেশ্য ও উপযোগিতা বিষয়ে বিশদ আলোচনা করেন এবং “গাছ লাগান, পরিবেশ বাঁচান” বাণী সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার আবেদন করেন। আভিভাবকদের আশ্বস্ত করেন আগামী দিনে সকলে যেন গাছ পান, তার চেষ্টা করবে। অমন্ত্রিত অতিথি মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের প্রতিনিধি ও বিশিষ্ট কবি কালিপদ হাজরা বৃক্ষ রোপণ পরবর্তী গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে আলোচনা করেন। দৌলতাবাদ প্রাথমিক বিদ্যায়ের শিক্ষক/শিক্ষিকা ইকবাল হোসেন, চম্পা খাতুন, সীমা সরকারের সহায়তায়  শিক্ষক সাহিত্যিক ও প্রকাশক নির্মলেন্দু কুন্ডুর দক্ষ ব্যবস্থাপনায় সমগ্র অনুষ্ঠানটি সকলের মনোগ্রাহী হয়েছে। মুর্শিদাবাদ জিলা বিজ্ঞান পরিষদের সম্পাদক ও আহ্বায়ক ডঃ মিহির কুমার দত্তর বার্তা – ছাত্রছাত্রী এবং যুবসম্প্রদায় আগামী দিনের প্রকৃতি-পরিবেশের একমাত্র ভরসা। গ্রামবাসীরাই পারেন সবুজায়ণে সবুজ বিপ্লব ঘটাতে। বিশ্ববাসীর কাছে তাঁর আবেদন “প্রকৃতি ও পরিবেশের যত্ন নিন, নতুন প্রজন্মকে শিক্ষা দিন”।


Environment Forest Murshidabad

News

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Itihas Parikrama