নতুন লাইব্রেরিতে ইতিহাস পরিক্রমা বৈঠক


Posted on June 24, 2025 by Syamal Das

১৪ জুন মধ্যাহ্ণে খাগডার ৩৬ নতুন পাডা লেনে বসেছিল আইন ও ইতিহাস গ্রন্থের সংগ্রহশালা  ইতিহাস পরিক্রমার আলোচনা সভা৷ ইতিহাস পরিক্রমার সংগ্রহশালাটির এদিন থেকে কার্য্যালয় স্থানান্তরিত হলো এই নতুন ঠিকানায়৷ ইতিহাস পরিক্রমার  সংগ্রহশালার যাত্রা শুরু করেদিয়েছিলেন  তৎকালীন জাতীয় অভিলেখ্যাগারের ডিরেক্টর জেনারেল মাননীয় সুকুমার সরকার মহাশয় ২০০০ সালের ২০ সেপ্ঢেম্বর খাগডা ৪৫/২ দৈহাট্টারোডে প্রতিষ্ঠাতা সম্পাদক আইনজীবি শ্যামল দাসের বাসগৃহে তাঁরই সংগ্রহ নিয়ে৷ এযাবৎকাল শতাধিক ছাত্র ছাত্রী  পড়ুয়া গবেষক  লেখক তাঁদের গবেষনার মালমশলা পেয়ে এসেছেন এই দুষ্প্রাপ্য গ্রন্থের সংগ্রহশালা থেকে৷ এবার আইনের ছাত্ররাও আইনের বই পাঠের সুযোগ পাবেন এই সংগ্রহশালা থেকে৷  জেলায় কয়েকটি আইন কলেজ হয়েছে ৷ জেলার একমাত্র বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আইনের স্নাতকোত্তর পঠন পাঠন৷ কিন্তু  আইনের এই বিপুল সংখ্যক ছাত্র ছাত্রীদের নাই কোন আইন গ্রন্থের -গ্রন্থাগার৷ জেলার পাঁচটি মহকুমায় উকিল বাবুদের জন্য আছে স্থানীয় ভাবে বার লাইব্রেরী৷ আদালতে আইনী লডাইয়ে বার লাইব্রেরীর তুলনা নাই৷ কিন্তু আইন পড়ুয়াদের আইনের বই পডার যায়গা কেবল মাত্র সদ্য গডে ওঠা আইন মহাবিদ্যালয়  বিশ্ববিদ্যালয়ের কাজ চলারমত কিছু বই পত্র৷ আইনের ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে পেশায় আইনজীবি শীর্ষ আদালতের আজীবন সদস্য প্রায় অশিতীপর শ্যামল বাবু ইতিহাস পরিক্রমার সংগ্রহশালায় স্থিতি করলেন তাঁর আজীবনের সংগৃহীত আইনের তিন শতাধীক গ্রন্থরাজী৷ কি নাই এই সংগ্রহে? যেমন আছে  দুষ্প্রাপ্য হলস্ বেরী ল’স্‌ অব ইংল্যাণ্ড, টেগর ল’ লেকচার, শতাধীক ভলিয়ূম  ইন্ডিয়ান কেসেস, ১৯০৪ থেকে ১৯১৯ খ্রীষ্টাব্দ পর্য্যন্ত স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের দুহাজার জাজমেন্টের সঙ্গে ইংরেজ জজদের দশহাজার জাজমেন্টস – যা আজও সমাজ জীবনে প্রাসঙ্গিক, এ দেশের প্রায় দুলক্ষের ওপর অফ লাইনের সঙ্গে অনলাইনে প্রত্যায়িত আইন  ও প্রিভিকাউন্সিল, সুপ্রিমকোর্ট, দেশের সবকটি হাইকোর্টের রুলিং, তেমনি আছে  প্রেম বিহারী রায়জাদা কর্তৃক ক্যালিগ্রাফ করা ও ভারত শিল্পী নন্দলাল বসুর ইলাস্ট্রেটেড  ইনুমালেটেড ভারতের অরিজিনাল সংবিধানের কপি , আছে  দুর্গাদাস বাসু, ননী পালকি ওয়ালা সহ সংবিধান বিশেষজ্ঞদের গ্রন্থরাজি  প্রচুর টেক্সট বুক৷  সংগ্রহশালাটি আপাতত খোলা থাকবে পপ্তাহে ২ দিন অপরাহ্ণ ৪টে থেকে সন্ধ্যা ৭ টা পর্য্যন্ত৷ওদের ফোন নম্বর ৯৪৭৫৪৫২৬৪৭ / ৮৫৩৬৯৮১৩৩০৷ সঙ্গের ছবিটি ইতিহাস পরিক্রমার সংগ্রহশালার ছবি৷


Law Library Teaching

Uncategorized

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Itihas Parikrama